অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রী-সহ তিনজন আটক, অনৈতিক ভাবে মাথা ন্যাড়া করে দিল উত্তেজিত জনগণ, নিশ্চুপ প্রশাসন

আগরতলা, ১ ডিসেম্বর : আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় নেশাজাতীয় সামগ্রী-সহ তিনজনকে আটক করে উত্তেজিত জনতা। তাদের মধ্যে এক যুবতি ও দুজন যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটকদের মধ্যে এক যুবতী কনটেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত।

অভিযোগ, নেশা সামগ্রীসহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের আটকে রাখে। একটা সময় উত্তেজনার বশে অভিযুক্তদের মাথার চুল ন্যাড়া করে দেয় স্থানীয়রা। অনৈতিকভাবে সেই যুবক-যুবতীদের মাথার চুল ন্যাড়া করে ভিডিও বানাতে থাকে উত্তেজিত জনতারা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশের। এরপরই তাদের আমতলী থানার ঘটনাস্থলে পৌঁছে নেশা সামগ্রী সহ তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায়। কিন্তু অনৈতিকভাবে মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে যেভাবে সে যুবতী সহ যুবকদের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশকে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহলের বক্তব্য, নেশার জালে জড়িয়ে যুবসমাজ ক্রমশ ধ্বংসের পথে যাচ্ছে—যা অভিভাবকদের ভীষণভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তবে অভিযুক্তদের আটক করার পর তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেদের হাতে আইন তুলে নিয়ে এ ধরনের বর্বরতা আচরণ কোনভাবেই প্রশংসনীয় নয় বলে দাবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের।