আগরতলা বিমানবন্দরে অটোচালকদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

আগরতলা, ১ ডিসেম্বর : আগরতলা বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে একাংশের অটোচালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তীব্র প্রতিবাদ তৈরি হয়েছে। জানা গেছে, বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে যেতে ইচ্ছুক যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দাবি করছে কিছু অটোচালক।

অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরের বাইরে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষমান অটো কিংবা ই-রিকশা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করছে স্থানীয় ওই অটোচালকদের একটি গোষ্ঠী। তাদের যাত্রী তুলতে বাধা দেওয়া হচ্ছে, ফলে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে উচ্চ ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। রিজার্ভ অটো ছাড়া গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিমানের যাত্রীরা অপেক্ষাকৃত কম ভাড়ায় শহরে পৌঁছাতে চাইলে বিমানবন্দরের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে অটো বা ই-রিকশা ধরার চেষ্টা করেন। কিন্তু সেখানেও বাধার মুখে পড়তে হচ্ছে। স্বার্থান্বেষী অটোচালকদের একটি অংশ রাস্তার পাশ থেকে যাত্রী তুলতে অন্য চালকদের বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে যাত্রীরা যদি অটো বুক করেন, সেই অটোগুলোকেও যাত্রী নিয়ে বাঁধা দেওয়া হচ্ছে। প্রতিদিনই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অঘটন ঘটছে।

যাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও ক্রমশ গুরুতর আকার ধারণ করেছে। বিভিন্ন মহলের অভিযোগ, এ ধরনের বেআইনি কার্যকলাপের মাধ্যমে পরিবহন দপ্তরের মন্ত্রীর সুনাম নষ্ট করারও অপচেষ্টা চলছে।

এ পরিস্থিতিতে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা পরিবহন দপ্তর এবং দপ্তরের মন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে যে কোনও সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।