ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ৩০ নভেম্বর : ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র-যুব ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, ডিওয়াইএফআই আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদান মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। জরুরি মুহূর্তে একজন রক্তদাতার দান করা রক্ত একটি মানুষকে নতুন জীবন দিতে পারে। দেশজুড়ে রক্তের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষত দুর্ঘটনা, অপারেশন ইত্যাদির ক্ষেত্রে রোগীদের জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের এই মহৎ কাজে উৎসাহিত করেন। তিনি বলেন, রক্তদান শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবিকতার পরিচয়। সুস্থ নাগরিকদের নিয়মিত রক্তদান করা উচিত। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে দায়িত্বশীল হতে সহায়তা করে।

শিবিরে বহু যুবক-যুবতী রক্তদান করেন এবং জানান, ভবিষ্যতেও এমন মানবিক কাজে তারা অংশগ্রহণ করবেন। সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করার বার্তা দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে আগামী দিনগুলিতেও রক্তদান শিবির চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।