সাব্রুম, ২৯ নভেম্বর: পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের বাবুগ্রাম ০১ নম্বর ওয়ার্ডে সিসি রোড নির্মাণকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, সাতচাঁদ আর.ডি. ব্লকের লেডি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব (চক্রবর্তী) সরকারি বরাদ্দের রড, সিমেন্ট ও পাথর অন্যত্র নিয়ে যাচ্ছেন এবং স্থানীয়দের চোর হিসেবে উপস্থাপন করছেন।
প্রাক্তন প্রধান মিলন দেব জানান, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিজে দুপুরবেলা একটি লাল গাড়িতে রড-সিমেন্ট বোঝাই করে অন্যত্র নিয়ে গেছেন। তিনি অভিযোগ করেছেন, বরাদ্দকৃত সামগ্রী যথাযথভাবে ব্যবহার না করে রোডের নির্মাণ মানও খুবই নিম্নমানের করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, রোডের উচ্চতা ঠিকভাবে বজায় রাখা হয়নি, রডের জালি কম ব্যবহার করা হয়েছে এবং সিসি রোডটি ফাটল ধরেছে।
স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত পরিস্থিতি দেখার আবেদন করেছেন। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।
গ্রামবাসীরা আশা করছেন, সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং দুর্নীতির দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

