ধর্মনগর, ২৭ নভেম্বর: আট বছরের স্কুলছাত্র অমৃত সিনহার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ রাস্তায় নেমে আসলেন বাগবাসা কভিনেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের সদস্যরা। ন্যায় বিচারের স্লোগানে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত সোমবার স্কুল ছুটি শেষে মা বিজয়া সিনহাকে সঙ্গে নিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিল অমৃত। অর্জুনটিলা এলাকায় পৌঁছতেই অজ্ঞাত দুষ্কৃতীরা ধারালো দা দিয়ে মা–ছেলের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতের। গুরুতর আহত বিজয়া সিনহা বর্তমানে আসামের শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
ঘটনার তদন্তে নেমে চুরাইবাড়ি থানার পুলিশ নদিয়াপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মদন গোপাল সিনহা (৫৭)কে গ্রেফতার করেছে। তাকে তিন দিনের পুলিশি রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
অমৃতের মৃত্যুতে কভিনেন্ট স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের এক শিক্ষক আবেগভরে বলেন, “এ ধরনের অমানবিক হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অমৃত বেঁচে থাকলে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠতে পারতো।” তিনি মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হস্তক্ষেপ দাবি করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে শনিছড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

