নেশা কারবারির অভিযোগে গ্রেপ্তার এক মহিলা

আগরতলা, ২৫ নভেম্বর: নেশা কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সোনামুড়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল মতিনগর পূর্ব টিলাই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক মহিলা নেশা কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মহিলার নাম পপি আক্তার(২৩)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে মোট ৫.৯৮৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি মারুতি ইকো গাড়ি, যা এই অবৈধ মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে পুলিশের ধারণা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনার পর পুলিশ আজ ভোরে সোনামুড়া থানায় এনডিপিএস আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। অভিযুক্ত পপি আক্তারকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।