শিক্ষকের দাবিতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

আগরতলা, ২৫ নভেম্বর : শিক্ষক বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্র-ছাত্রীরা গেটে তালাঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তার মধ্যে বিজ্ঞান বিষয় শিক্ষককে অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সরব হয়েছে তাঁরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, একে শিক্ষক স্বল্পতা, তার ওপর বিষয় শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে একজন মাত্র বিজ্ঞান শিক্ষিকা, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। তার বদলে যে শিক্ষক এখানে আসার কথা, তিনি এখনো আসেননি। তাতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে ছাত্রীরা।

তাদের দাবি, বিজ্ঞান শিক্ষককে বদলি করা যাবে না। কারণ, তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। এরই প্রতিবাদে আজ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে ছাত্র ছাত্রীরা।

এদিলে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয়ের পরিদর্শক। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।