ধর্মনগর, ২৫ নভেম্বর: পুরপরিষদ এলাকার একাধিক ড্রেনে জমে থাকা নোংরা জল ও রাস্তার ধারে স্তুপাকৃত আবর্জনা স্থানীয় জনস্বাস্থ্যের ওপর মারাত্মক হুমকি তৈরি করেছে। বিশেষ করে পদ্মপুর হরিচাঁদ রাস্তায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে পানিসাগর মহকুমা অন্তর্গত তিলথৈ হাসপাতাল ও বুংরাং হাসপাতালে ৮ থেকে ৮০ বছর বয়সী বহু মানুষ ডেঙ্গু-সদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বলে জানা গেছে এবং তা খতিয়ে দেখতে গেছেন বিধায়ক শৈলেন্দ্র নাথ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে ড্রেনগুলির একবারও সাফাই হয়নি। ফলে আবর্জনায় ভরাট হয়ে জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। এই স্থির জলই এখন মশার প্রজননক্ষেত্র হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, “পুরো পরিষদ এখন মশার আখড়া। সন্ধ্যা নামলেই ঘর থেকে বের হওয়া দায়। ছোট থেকে বয়স্ক—সবাই ডেঙ্গু ও ম্যালেরিয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে। বহুবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু আশ্বাস শুনেই সময় যাচ্ছে।”
স্থানীয়রা আরও অভিযোগ জানিয়েছেন, কিছু প্রভাবশালী ব্যক্তিরা সমস্যার গুরুত্ব কমিয়ে দেখান, ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।
শুধু পদ্মপুর হরিচাঁদ রাস্তাই নয়, পুরোপরিষদের অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র। বহু জায়গায় রাস্তার গর্তেও জল জমে রয়েছে, যা মশা বংশবিস্তারকে আরও ত্বরান্বিত করছে। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে—নোংরা জল রাস্তায় উপচে পড়ে, অনেক ক্ষেত্রে বাড়িঘরেও ঢুকে যায়।
বাসিন্দাদের দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার, জমে থাকা জল নিষ্কাশন এবং মশা নিধনে প্রয়োজনীয় রাসায়নিক স্প্রে কার্যকরভাবে চালু করতে হবে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের প্রত্যাশা করছেন।

