আগরতলা, ২৫ নভেম্বর: উদয়পুর রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আরকেপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে রেল স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় প্ল্যাটফর্মের এক কোণে পড়ে থাকা সন্দেহজনক মালিকহীন একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে ব্যাগটি খুলে দেখা যায়, বিভিন্ন প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজা রাখা রয়েছে। মোট উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ১৫ কেজি। পুলিশের অনুমান, এর বাজার মূল্য ১ লক্ষ টাকারও বেশি।
ঘটনা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, মালিকহীন ব্যাগটি কার, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

