আগরতলা, ২৪ নভেম্বর : ধলিয়াই অঞ্চলে জলের তীব্র অভাব ও সেচ–সংকটের ফলে কৃষকদের করুণ অবস্থার প্রতিবাদে সোমবার সকালে সোনামুড়া–মেলাঘর সড়ক অবরোধ করে ক্ষুব্ধ চাষিরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ চলায় এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং চাঞ্চল্য ছড়ায়।
কৃষকদের অভিযোগ, ১০০ কানি জমিতে সেচের জলের অভাবে ফসল চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। ২০২৪ সালের বিধ্বংসী বন্যায় এলআই প্রকল্পের পানীয় জলের মেশিন নষ্ট হয়ে যাওয়ার পর বহুবার প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে এলেও সমস্যার সমাধান হয়নি। সর্বদলীয় বিধায়কের প্রতিনিধিদলও এলাকাটি ঘুরে দেখেছিল, কিন্তু বাস্তবে কৃষকদের দুর্দশা কমেনি বলেই অভিযোগ।
স্থানীয় কৃষকদের বক্তব্য, বহু মাস ধরে তারা কাঁধে করে দূরদূরান্ত থেকে পানি এনে চাষবাস চালাচ্ছেন। রাজ্য সরকার কৃষকদের জন্য নানা প্রকল্প ঘোষণা করলেও মাঠে নেমে তার সুফল মিলছে না।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। তিনি আশ্বাস দিয়ে বলেনকৃষকদের সমস্যার কথা আমরা আগেই জানি। নতুন মেশিনের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। কাল থেকেই কাজ শুরু হবে। পূর্বে জায়গা সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও এখন তা সমাধান হয়েছে।
তবে কৃষকদের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, সোনামুড়া মণ্ডল অফিসে পাহারা দেওয়া বিজেপির এক কর্মীর স্ত্রীকে নতুন মেশিন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে— অথচ তিনি মেশিন সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না। রাজনৈতিক লাভের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কৃষকরা অভিযোগ তুলেছেন, যার কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কৃষকদের হতাশা ও ক্ষোভ এখনও বজায় রয়েছে। তারা জানিয়েছেন— জলের সরবরাহ বাস্তবে শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

