অনিমেষ আবেগের বশেই মন্তব্য করেছেন, নিজের দপ্তরগুলো ভালো করে পরিচালনাতেই মনোযোগী হওয়া উচিত : সুবল ভৌমিক

আগরতলা, ২২ নভেম্বর: অনিমেষ আবেগের বশেই মন্তব্য করেছেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি। তাঁর কাছে যে দফতরগুলো আছে, সেগুলো ঠিকমতো পরিচালনাতেই মনোযোগী হওয়া উচিত। আজ কুশাভাউ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই পরামর্শ দিলেন সুবল ভৌমিক।

সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুবল ভৌমিক জানান, সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীর আশীর্বাদ এবং মা ত্রিপুরেশ্বরীর কৃপায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রিসভায় যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেকার যুবকদের চাকরির ক্ষেত্রে সরকার গুরুত্ব দিয়েছে। দু’টি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করেন, কিছু অনভিপ্রেত ও সাময়িক ঘটনা ঘটলেও এগুলোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। ভৌমিক বলেন, বিজেপি একের পর এক রাজ্যে জয়লাভ করছে। বিহারেও জয় এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির আলোকে বিকশিত ভারতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এজন্য প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডাকে আমরা ধন্যবাদ জানাই।

জনজাতি এলাকায় শান্তি ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জনজাতিদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছেন এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিরোধী দলগুলোর আমলে ঘটে যাওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তুলে ধরে তিনি বলেন বর্তমান সরকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ দেয়নি এবং প্রতিটি ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।

সুবল ভৌমিক আরও স্পষ্ট জানান, বিজেপি কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয় না। যে-ই জড়িত থাকুক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলগুলো এখন ভিত্তিহীন অভিযোগ তুলছে।

স্বরাষ্ট্র দফতর অন্য কাউকে দেওয়ার বিষয়ে তিপরা মথা নেতা অনিমেষ দেববর্মার মন্তব্য নিয়ে সুবল ভৌমিক বলেন, অনিমেষ আবেগের বশেই মন্তব্য করেছেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তি। তাঁর কাছে যে দফতরগুলো আছে, সেগুলো ঠিকমতো পরিচালনাতেই মনোযোগী হওয়া উচিত। আশারামবাড়ির ঘটনাও তিনি উল্লেখ করেন। ভৌমিক দাবি করেন, অনিমেষের বক্তব্য ছিল শিশুসুলভ এবং তিনি বিষয়টিকে সিরিয়াসভাবে নেননি।

এই সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট করা হয় যে, উন্নয়ন, স্থায়ী শান্তি ও জনজাতি এলাকার অগ্রগতিই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার এবং বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে তারা বিচলিত নয়।