একাদশ বাহিনী টিএসআর এবং কল্যাণপুর থানার যৌথ উদ্যোগে এক মেগা হেলথ ক্যাম্প ও সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আগরতলা, ২১ নভেম্বর: আজ খোয়াই আশ্রমটিলা বাজারে একাদশ বাহিনী টিএসআর এবং কল্যাণপুর থানার যৌথ উদ্যোগে এক মেগা হেলথ ক্যাম্প ও সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকলের হেলথ চেকআপ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয় এবং কল্যাণপুর প্রাইমারি হেল্প সেন্টারে ডাক্তারবাবু তথা মেডিকেল স্টাফ উপস্থিত ছিলেন।

শীতের মরশুমে স্থানীয় দরিদ্র পরিবারগুলোতে শীতের কম্বল বিতরণ করা হয়। স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ করা হয়। এছাড়াও লোকাল যুবকদের এবং ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য ফুটবল প্রদান করা হয়। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে স্থানীয় জনগণের মধ্যে উন্নত মানের মশারি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ভিন্ন ভিন্ন বয়সের প্রায় ৩০০ জন গ্রামবাসী স্বাস্থ্য সুবিধা পেয়েছেন তথা উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়।