আগরতলা, ১৯ নভেম্বর: খোয়াই শহরে এক উন্মত্ত সারমেয়ের তাণ্ডবে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজ সকালে থেকে সারমেয় শহরের বিভিন্ন এলাকায় দৌড়ে ঘুরে প্রায় ১২জনকে কামড়ে জখম করে। ওই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। পথচারীরা রাস্তায় বেরোতে দ্বিধা বোধ করছেন। শেষে স্থানীয় জনগণ গণকী এলাকায় সারমেয়কে পিটিয়ে মেরে ফেলে।
সারমেয় একে একে বিএসএফ জওয়ান, শিক্ষার্থী, মহিলা সহ মোট বারো জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা খোয়াই জুড়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনার পর তাদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও বৃদ্ধই বেশি রয়েছে।
জানা গিয়েছে, শেষে স্থানীয় জনগণ গনকী এলাকায় সারমেয়টিকে পিটিয়ে মেরে ফেলে।

