নয়াদিল্লি, ১৭ নভেম্বর : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মস্কোতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও আগাম রাজনৈতিক যোগাযোগ নিয়ে ব্যাপক আলোচনা করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক পোস্টে জানিয়েছে, দুই মন্ত্রী “আগামী রাজনৈতিক সম্পর্ক” সহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, জয়শঙ্কর মস্কো সফরে আসবেন শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকের জন্য, যা ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এই বৈঠকে জয়শঙ্কর ও ল্যাভরভ ভারতের–রাশিয়া সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতে রাজনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ধারণ করবেন। তারা এসসিও, ব্রিকস, জাতিসংঘ এবং G20-এ সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন।
জয়শঙ্কর সর্বশেষ রাশিয়া সফর করেন ২০২৫ সালের ১৯ থেকে ২১ আগস্ট, যেখানে তিনি ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৬তম সেশন এর সহ-সভাপতি হিসেবে যোগ দেন। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মানতুরভ ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করেন। তিনি রাশিয়ার শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে মতবিনিময়ও করেন।
অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন এবং দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতির পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী মোদি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে কৌশলগত সহযোগিতা দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়াও, তিনি আশা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট পুতিন শীঘ্রই ভারতে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
দুই নেতার শেষ বৈঠকটি হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সময় তিয়ানজিনে, যেখানে তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাদের সমর্থন পুনঃব্যক্ত করেন।

