আগরতলা, ১৫ নভেম্বর : জনজাতি আন্দোলনের অন্যতম প্রবাদপ্রতিম নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আজ রাজ্যের কংগ্রেস ভবনে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। নেতৃবৃন্দ বিরসা মুন্ডার সংগ্রামী জীবন, জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান স্মরণ করেন।
নেতৃত্বের বক্তব্যে জানানো হয়, বিরসা মুন্ডার আদর্শ ও সংগ্রাম আজও সমাজকে পথ দেখায় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। অনুষ্ঠানের শেষে নীরবতা পালন করে তাঁকে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

