আগরতলা, ১৫ নভেম্বর: সাতসকালে সওপাহিজলা জেলার যাত্রাপুর থানা ও টিএসআরের যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে প্রায় ১০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
ওই অভিযান চলাকালে বনভূমির মধ্যে মোট ৩টি স্থানে ছড়িয়ে থাকা প্রায় ১০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। দীর্ঘ সময় ধরে নজরদারির পর এই অভিযানে দলটি সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করে বেআইনি চাষ উচ্ছেদ করে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

