আগরতলা, ১০ নভেম্বর:রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে কাঁঠালিয়া ব্লকের মনারচক পঞ্চায়েত অফিসের চারটি কম্পিউটার ও একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। অবাক করার বিষয়, যে চারটি কম্পিউটার চুরি গেছে, সেগুলিতেই সংরক্ষিত ছিল পঞ্চায়েতের যাবতীয় সরকারি কাজকর্মের তথ্য ও রেকর্ড।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে, অফিসের অন্যান্য মূল্যবান সামগ্রী, এমনকি বিকল অবস্থায় থাকা পুরনো কম্পিউটারও অক্ষত রয়েছে। শুধু কার্যকরী চারটি কম্পিউটারই নিখোঁজ। এই কারণেই ঘটনার পেছনে নথি গায়েবের ষড়যন্ত্র নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
আরও জানা গিয়েছে, চুরির ঘটনা যে শুধু সাধারণ চুরি নয়, তা স্পষ্ট। অফিসের সব দরজা-জানালা অক্ষত, অথচ মূল রেকর্ড রাখা কম্পিউটারগুলোই উধাও। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

