জনজাতিদের স্বার্থ রাজনীতির ঊর্ধ্বে,জনজাতিদের স্বার্থ ও ভবিষ্যৎ কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ : প্রদ্যোত

আগরতলা, ৫ নভেম্বর : রাজ্যের জনজাতিদের স্বার্থ ও ভবিষ্যৎ কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। বুধবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রদ্যোত কিশোর দেববর্মন অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন ও ভিলেজ কমিটি নির্বাচনের ক্ষেত্রে গড়িমসি করছে। তিনি বলেন, “জনজাতি সমাজের স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে অনেক উপরে। সরকার প্রতিশ্রুতি পূরণে কোনো তৎপরতা দেখাচ্ছে না। যদি সরকারের কোন সমস্যা না থাকে তাহলে কেন সুপ্রিম কোর্ট যেতে হলো। এর আগেই কেন ভিলেজ কমিটির নির্বাচন করা হলো না? প্রশ্ন তুলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবসময় আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি — তিপ্রাসা, নাগা, মিজো, মানিপুরি, দিমাসা — কিন্তু কখনোই দিল্লিতে একসাথে আদিবাসী হিসেবে আমাদের দাবি জানাইনি। এখন তিপ্রাসারা একা নয়, নাগা, মিজো, অরুণাচলী, মানিপুরি ও দিমাসারা আমাদের সঙ্গে আছে। এখন এটি হবে উত্তর-পূর্বের ঐক্য — নর্থ ইস্ট থানসা।

তিনি আরও বলেন, “আমার একমাত্র ব্র্যান্ড হলো মানুষ — জনগণের ভবিষ্যতের চেয়ে বড় কোনো ব্র্যান্ড নেই। আমি কোনো রাজনৈতিক ব্র্যান্ডের প্রেমে পড়িনি, আমি পড়েছি আমার জনগোষ্ঠীর প্রেমে। আমার দেশের, আমার জনগণের এবং সমগ্র উত্তর-পূর্বের স্বার্থই আমার ব্র্যান্ড।”

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, “ভিলেজ কাউন্সিল নির্বাচনের শুনানি সোমবার হবে। রাজ্য সরকার আরও সময় চেয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি তা প্রত্যাখ্যান করেছেন। যদি সরকার সত্যিই নির্বাচন করতে চায়, তাহলে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? শেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালে, এখন ২০২৬ চলে আসছে। এটা কি গণতন্ত্র? চাইলে অনেক আগেই নির্বাচন করা যেত।”

তিপ্রাসা চুক্তি প্রসঙ্গে প্রদ্যোত জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই তাঁর বৈঠক হবে। তিপ্রাসা জনগণের ভবিষ্যৎ বিজেপি, তিপ্রা মোথা, সিপিএম বা কংগ্রেস— কোনো দলের ভবিষ্যতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।