বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে ৭ নভেম্বর প্রদেশ বিজেপির কর্মসূচি

আগরতলা, ৫ নভেম্বর : আগামী ৭ নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপির তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বন্দেমাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে “বন্দেমাতরম” ধ্বনি দেওয়া শুরু হয়েছিল। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। ওই অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ১৯৫০ সালে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়।

এদিন তিনি আরও বলেন, ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ বন্দে মাতরম্ গানটির ইংরেজি অনুবাদ করেন। ইংরেজি ভাষায় এই অনুবাদটি বহুল প্রচলিত। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী ৭ নভেম্বর উজ্জয়ন্ত প্রসাদের সামনে প্রদেশ বিজেপির তরফ থেকে বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।