নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত পিতা

সাব্রুম, ২ নভেম্বর: চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের বুদ্ধি পাড়ায়। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক নিজের বাবার উপর নির্মম হামলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম চন্দ্রমোহন ত্রিপুরা। গতকাল রাতে তাঁর ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফ্রিজে জল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফ্রিজে ভাঙচুর চালায়। সেই সময় পিতা চন্দ্রমোহন ত্রিপুরা বাধা দিতে গেলে ছেলে ক্ষিপ্ত হয়ে বসার কাঠের পিঁড়ি দিয়ে এলোপাথাড়ি প্রহার করে বলে অভিযোগ। ফলে তার মাথা ও পাঁজরে গুরুতর চোট লাগে।
আহত চন্দ্রমোহন ত্রিপুরা সারারাত রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে ছিলেন। আজ সকালে আত্মীয়দের মাধ্যমে খবর পৌঁছায় সাবরুম থানায়। খবর পেয়ে সাবরুম ফায়ার ও ইমারজেন্সি সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের মতে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নেশার কবলে জর্জরিত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।