রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা : প্রদেশ যুব মোর্চা

আগরতলা, ১ নভেম্বর: রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। এমনই অভিযোগ তুলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সম্মেলন করেন যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি।

রাণা ঘোষ বলেন, অশ্লীল ভাষায় যে মহিলা দেশের প্রধানমন্ত্রীকে গালমন্দ করেছে, তাকে ত্রিপুরার ২০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যের। তাঁর থেকে এই বিষয়টি আশা করা যায় নি। এর তীব্র প্রতিবাদ করেছে প্রদেশ যুব মোর্চা।

তাঁর কথায়, বিরোধীরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টিকটু ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। তারা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কুপ্রয়াস চালাচ্ছে। আমাদের যুব সমাজের লক্ষ্য সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করা।

অম্লান মুখার্জি সাংবাদিকদের বলেন, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তারা অবহেলা করছে বা রাজনৈতিক স্বার্থে খণ্ডিতভাবে উপস্থাপন করছে। আমাদের লক্ষ্য জনগণকে প্রকৃত তথ্য জানানো এবং রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা তুলে ধরা।”