বিদ্যুৎ দপ্তরের ভুতুড়ে কান্ডে আতঙ্ক ছড়াল খোয়াইয়ের উত্তর চেবরীতে!

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ অক্টোবর:
বিদ্যুৎ দপ্তরের এক অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন খোয়াইয়ের উত্তর চেবরী শচীন্দ্রনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, নতুন ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন চালু করার আগে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই না করেই দপ্তর ঘোষণা করেছে লাইনটি চালু করার।
জানা গেছে, খোয়াই থেকে আমপুরা পর্যন্ত নতুন এসটি লাইন টানা হয়েছে। এদিন এলাকায় মাইকিং করে জানানো হয় যে এই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন চালু করা হবে। আরও আশ্চর্যের বিষয়, মাইকিংয়ে বলা হয়েছে—“লাইন চালুর পর যদি কেউ বৈদ্যুতিক শর্টে প্রাণ হারান, তবে তার দায় দপ্তর নেবে না।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে লাইন চালুর আগে তারের সংস্পর্শে থাকা গাছপালা ও বাঁশ কেটে ফেলা হবে। কিন্তু বাস্তবে এখনও সেই কাজ করা হয়নি। বর্তমানে ৩৩ হাজার ভোল্টেজের তার অনেক জায়গায় গাছ ও বাঁশের গায়ে ঝুলছে।

এ অবস্থায় লাইন চালু করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন—“যদি কোনও দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?” বাসিন্দাদের দাবি, লাইন চালুর আগে সম্পূর্ণ এলাকা পরিদর্শন করে ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপরই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হোক। অন্যথায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।