টিএসআর নিয়োগে গড়িমসি, দ্রুত নিয়োগের দাবিতে পুলিশের মহা নির্দেশকের কাছে চাকরি প্রত্যাশীদের আবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর:
সর্বোচ্চ আদালতের রায় সত্ত্বেও ২০১৬ সালের টিএসআর ব্যাটেলিয়নের ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি। এই ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার তারা রাজ্য পুলিশের মহা নির্দেশকের (ডিজিপি) কাছে গিয়ে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, ২০১৬ সালে টিএসআর ব্যাটেলিয়নের জন্য অনুষ্ঠিত ইন্টারভিউয়ে তারা সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এবং তাদের অফার লেটার আর জারি করা হয়নি। পরবর্তীতে পুরো প্রক্রিয়াই বাতিল করে দেয় সরকার।

বঞ্চিত প্রার্থীরা এরপর ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন, যা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের পক্ষে রায় দিয়ে রায় ঘোষণার দুই মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেয়।
তবে অভিযোগ, রায় ঘোষণার পরেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। ফলে আজ প্রার্থীরা রাজ্য পুলিশের সদর কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

চাকরি প্রত্যাশীদের বক্তব্য, “আমরা আদালতের রায় অনুযায়ী নিয়োগের পূর্ণ অধিকার রাখি। কিন্তু সরকার উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে। আমরা চাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।”