শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা

আগরতলা, ২৮ অক্টোবর: শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে কাঞ্চনপুরের কর্ণজয় সিপি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। আজ সকাল থেকে কাঞ্চনপুরে সড়ক অবরোধ করে তারা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। একাধিক বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সম্প্রতি বিদ্যালয়ের একজন বিজ্ঞান শিক্ষককে বদলি করা হয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই পথে নামে।

এদিকে অবরোধের ফলে ওই সড়কে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। দীর্ঘ সময় ধরে আটকে পড়ে স্কুলবাস, যাত্রীবাহী গাড়ি সহ সাধারণ যানবাহন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বারবার বিদ্যালয় পরিচালন কমিটি এবং জেলা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। শিক্ষক ফিরিয়ে আনা বা বিকল্প ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও কোনও আশ্বাস মেলেনি প্রশাসনের তরফে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়। যদিও ছাত্রছাত্রীদের স্পষ্ট হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।