শ্রীনগরে ঘুমের মধ্যে চার মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ২৮ অক্টোবর: শ্রীনগর থানার অন্তর্গত শ্রীনগর লক্ষ্মীটিলা এলাকায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ঘুমের মধ্যে মৃত্যু হলো মাত্র চার মাস বয়সী সৃজন শীল নামে এক শিশুর।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সৃজনের মা-বাবা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফেরেন। রাতে প্রায় দেড়টা পর্যন্ত তাঁরা শিশুটির সঙ্গে খেলাধুলা করার পর ঘুমিয়ে পড়েন। আজ ভোরে সৃজনের কোনোরকম নড়াচড়া না দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আগরতলার আই.জি.এম হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা সৌরভ শীল ও মা প্রিয়াঙ্কা শীলের বিবাহ হয়েছে প্রায় দেড় বছর আগে। পরিবারের সদস্যদের দাবি, শিশুটি একেবারেই সুস্থ ছিল এবং তার হঠাৎ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।