মন্ত্রী সুধাংশু দাসের সোর্স মানি স্বীকারোক্তি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, প্রদেশ কংগ্রেসের এফআইআর দাখিল

আগরতলা, ২৫ অক্টোবর : রাজ্য মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী সুধাংশু দাস–এর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। সম্প্রতি এক প্রচার মাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন ক্ষেত্র থেকে “সোর্স মানি” গ্রহণ করেন এবং দাবি করেছেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও একইভাবে অর্থ গ্রহণ করেন। যদিও মন্ত্রী একে “ঘুষ” বলতে নারাজ, তার এই বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী মহল।

এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস কমিটি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ করেছে। চিঠিতে বলা হয়েছে, মন্ত্রীর এই বক্তব্য সংবিধানবিরোধী এবং তাঁর শপথভঙ্গের সমতুল্য। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে মুখ্যমন্ত্রীর দপ্তর কিংবা আইন মন্ত্রকের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রদেশ কংগ্রেস আজ এনসিসি থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর দাখিল করেছে। দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত সেন চৌধুরী থানায় লিখিত অভিযোগ জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তফশিলি মোর্চার রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ কংগ্রেস সদস্য অ্যাডভোকেট শান্তিপ্রিয় ভট্টাচার্ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কংগ্রেসের অভিযোগ, মন্ত্রীর এই প্রকাশ্য স্বীকারোক্তি রাজ্যের প্রশাসন ও সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করেছে। তাই দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে রাজ্যবাসীর আস্থা ক্ষুণ্ণ হবে বলে সতর্ক করেছে প্রদেশ কংগ্রেস।