রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আগরতলা, ২৪ অক্টোবর:
আগামী ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে এডি নগর পুলিশ মাঠ থেকে এক বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিটের যুবক-যুবতীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি এডিনগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় আস্তাবল মাঠে এসে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের এসপি মানিক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইজি টিএসআর করি মারাক, এসপি এনপিএফ কল্লোল রায়, এসপি এসসিআরবি ফ্রান্সিস ড্রালং সহ আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।

র‍্যালির উদ্দেশ্য ছিল সমাজে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া। উপস্থিত কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় একতা দিবস দেশের ঐক্য, সংহতি ও নিরাপত্তার প্রতীক — যা প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমের চেতনা আরও দৃঢ় করে।