প্রখ্যাত অভিনেতা গোবর্ধন অসরানির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বলিউডে শোকের ছায়া

নয়াদিল্লি, ২১ অক্টোবর: বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন অসরানির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় ৮৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং গত পাঁচদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় লিখেছেন—“গোবর্ধন অসরানি জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পী ছিলেন যিনি বহু প্রজন্মের দর্শকদের মনোরঞ্জন করেছেন। ভারতীয় সিনেমায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”

প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহমন্ত্রী অমিত শাহ, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

অমিত শাহ লেখেন, “অভিনেতা অসরানি জির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। তিনি আজীবন ভারতীয় সিনেমায় অবদান রেখে গেছেন এবং তাঁর হাস্যরস দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”

স্বাতী মালিওয়াল বলেন, “কমেডির রাজা গোবর্ধন অসরানির মৃত্যু সংবাদ পেয়ে মন ভেঙে গেছে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তাঁর অভিনয় দিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতেন। ঈশ্বর তাঁকে চরণে স্থান দিন।”

১৯৭০ সালে ‘গুড্ডি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অসরানি। শুরুতে তাঁর চেহারা ও লুকের কারণে তাঁকে ‘কমার্শিয়াল হিরো’ হিসেবে দেখা না হলেও, নিজের পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ৪০০-রও বেশি ছবিতে তিনি কাজ করেছেন, যার মধ্যে অনেকগুলি চরিত্র আজও দর্শকদের মনে অমলিন।

ভারতীয় সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটাল গোবর্ধন অসরানির প্রয়াণ। তাঁর স্মৃতি ও অবদান চিরকাল জীবিত থাকবে ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের মনে।

——-