আগরতলা, ১৮ অক্টোবর: রাজধানী আগরতলা শহর সংলগ্ন কবিরাজ টিলা এলাকায় চাঞ্চল্যকর এক চুরির ঘটনায় তোলপাড় পড়ে গেছে স্থানীয় মহলে। জানা গেছে, একই বাড়িতে ভাড়া থাকত দুইটি পৃথক পরিবার। সেই বাড়িরই এক ভাড়াটিয়া পরিবারের সদস্যের বিরুদ্ধে অপর ভাড়াটিয়া পরিবারের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির গুরুতর অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, অভিযোগকারী জহর নম-এর পরিবারের ঘর থেকে চুরি হয়েছে মোট আট ভরি সোনা ও ৬০ হাজার টাকা নগদ। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহের তীর যায় অপর ভাড়াটিয়া পরিবার, বিশেষত পাপাই নম নামক এক ব্যক্তির দিকে। সন্ধ্যার সময় জহর নম চুরির ঘটনা টের পান এবং নিজের উদ্যোগে পাপাই নম-কে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর পাপাই নম নিজেই টাকা চুরির বিষয়টি স্বীকার করে নেয়, যদিও স্বর্ণালংকার বিষয়ে তার বক্তব্য অস্পষ্ট।
ঘটনার খবর পেয়ে অরুন্ধতীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে এবং পাপাই নমকে থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

