পুনে, ১৬ অক্টোবর : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার অপারেশন সিন্দুর-কে ভারতের ক্রমবর্ধমান আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার উজ্জ্বল প্রমাণ বলে আখ্যা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যে স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর, এই সাফল্য তারই ফসল। তিনি এই মন্তব্য করেন পুনের সিমবায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়।
প্রতিরক্ষামন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে ভারত অস্ত্রের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল ছিল। দেশে তৈরি করার মতো রাজনৈতিক সদিচ্ছা এবং প্রয়োজনীয় আইনকাঠামোর অভাব ছিল। “এই কারণে আমরা প্রতিরক্ষা খাতে রূপান্তরের অঙ্গীকার নিয়েছিলাম। সেই প্রতিজ্ঞা বাস্তবায়িত হয়েছে প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে,” বলেন রাজনাথ সিংহ।
তিনি জানান, অপারেশন সিন্দুরে ভারতীয় জওয়ানদের সাহসিকতার পেছনে ছিল বিপুল পরিমাণ ‘মেড-ইন-ইন্ডিয়া’ সরঞ্জামের অবদান। “পুরো বিশ্ব দেখেছে আমাদের জওয়ানদের বীরত্ব এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতা,” মন্তব্য করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী দেশের প্রাইভেট সেক্টরের ভূমিকাকেও স্বীকৃতি দেন। তিনি জানান, গত দশকে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ৪৬,০০০ কোটির থেকে বেড়ে ১.৫ লক্ষ কোটিতে পৌঁছেছে, যার মধ্যে প্রাইভেট সেক্টরের অবদান প্রায় ৩৩,০০০ কোটি টাকা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ২০২৯ সালের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা উৎপাদন এবং ৫০,০০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্য পূরণ সম্ভব।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, প্রকৃত সফলতা আসে সেই জ্ঞান সমাজের কল্যাণে প্রয়োগের মাধ্যমে। “আমরা আর ‘তুমি কী জানো?’ যুগে নেই। এখন দুনিয়া জিজ্ঞেস করে — ‘তুমি কী করতে পারো?’ শিক্ষা আর কাজের মধ্যে সেতুবন্ধন হল স্কিল বা দক্ষতা,” বলেন প্রতিরক্ষামন্ত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বর্তমান প্রজন্মের উদ্বেগের জবাবে রাজনাথ সিংহ বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প হবে না, বরং যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে না, তারা পিছিয়ে পড়বে। প্রযুক্তি হওয়া উচিত আমাদের হাতিয়ার, মানবিক মূল্যবোধের বিকল্প নয়।”
আমৃতকাল-এ প্রবেশ করা ভারত যখন ২০৪৭-এর মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে, সেই প্রেক্ষাপটে রাজনাথ সিংহ ছাত্রদের বলেন, “আগামী ২০–২৫ বছর শুধুমাত্র তোমাদের কেরিয়ার নয়, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। তোমাদের উচ্চাকাঙ্ক্ষা হোক ভারতের রূপান্তরের চালিকা শক্তি।”
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-এর উপস্থিতিতে সিমবায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটিতে ‘স্কুল অফ ডিফেন্স অ্যান্ড এরোস্পেস টেকনোলজি’-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীগণ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও উপস্থিত ছিলেন।

