বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১৫ অক্টোবর: আজ সকালে কড়ুইমুড়া তেবাড়িয়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের হুক লাইনের তার ছিঁড়ে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ হুকলাইন ব্যবহারকারী গোপাল দাসকে আমজনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কড়ুইমুড়া তেবাড়িয়ার বাসিন্দা অঞ্জলি সরকারের বাড়ির উপর দিয়ে ব্যবহার করে আসছিল গোপাল দাস নামে এক ব্যক্তি। আজ সকালে অঞ্জলি দেবী প্রতিদিনের মতো বাড়ির সামনে কাজ করছিলেন। ঠিক সেই সময় উপর দিয়ে যাওয়া হুক লাইনের একটি পুরোনো ও জীর্ণ তার ছিঁড়ে আচমকা তার গায়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই গোপাল দাস হুক লাইনের ব্যবহার করে আসছিল। তাকে অনেকবার বারণ করার পরও সে হুকলাইন ব্যবহার করছিল। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।