কুমারঘাট, ১৫ অক্টোবর: ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কুমারঘাট সাব-ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন প্রদানকালে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সংগঠনের সভাপতি সূর্য কুমার দেববর্মা, সম্পাদক সত্যব্রত দাস, ঊনকোটি জেলা সভাপতি সিদ্ধার্থ কুমার দেব, জেলা সম্পাদক সঞ্জয় পাল প্রমুখ নেতৃত্ব দেন এই ডেপুটেশনে।
সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে নেতারা জানান, এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।
ডেপুটেশন গ্রহণ করে ঊনকোটি জেলার জেলাশাসক আশ্বাস দিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ইঞ্জিনিয়ার সমাজের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

