আগরতলা, ১৫ অক্টোবর:
পরিচয় গোপন করে প্রতারণার অভিযোগে অবশেষে রাজনগরের জলিল মিয়াকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত ১৫ই আগস্ট। ওইদিন তৃতীয় লিঙ্গের নাগরিক কমলিকা দাস পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কমলিকা দাস জানান, রাজনগরের জলিল মিয়া নিজেকে “সুজিত দাস” নামে পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরে সে কমলিকা দাসকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে কমলিকা বুঝতে পারেন, জলিল মিয়া তার প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা করেছে।
কমলিকা দাস আরো জানান, তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে চাইলে জলিল মিয়া তাকে তিনদিন ধরে বাড়িতে আটকে রাখে, তারসঙ্গে দৈহিক ও মানসিক অত্যাচার চালানো হয়। পরবর্তীতে কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি, বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ও ছিলেন। এরপর ১৫ আগস্ট তিনি পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে জলিল মিয়ার বাবাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত জলিল মিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ।
এদিন সদর মহকুমা পুলিশের এসডিপিও দেবপ্রসাদ রায় সাংবাদিকদের জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, অবৈধ আটক ও পরিচয় গোপন করার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

