রাজস্থানের উদয়পুরে জাতীয় পর্যটন মন্ত্রীদের সম্মেলনে যোগ দিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৪ অক্টোবর:
কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজস্থানের উদয়পুরে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় পর্যটন মন্ত্রীদের সম্মেলন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই বৈঠকের মূল লক্ষ্য দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করে তোলা এবং টেকসই পর্যটন, ডিজিটাল রূপান্তর ও রাজ্যভিত্তিক আকর্ষণীয় পর্যটন গন্তব্যগুলির প্রচারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করা। পাশাপাশি, ভারতকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার কৌশল নিয়েও বিস্তৃত আলোচনা চলছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া, এবং রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা পর্যটন মন্ত্রী দিয়া কুমারী। এছাড়াও, দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল এবং পর্যটন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
এই সম্মেলনের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে নতুন দিশা ও উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করছে পর্যটন মন্ত্রণালয়।