নয়াদিল্লি, ১৪ অক্টোবর: কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আজ এই সাক্ষাৎ পর্বে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ ও নগরোন্নয়ন খাতে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সাংসদ বিপ্লব দেব সামাজিক মাধ্যমে জানান, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ‘লাইটহাউস প্রজেক্ট’-এর অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর আবাসন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি, রাজ্যের শহর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশদে আলোচনা হয়েছে।

