বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

আগরতলা, ১৪ অক্টোবর: গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে আর.কে. নগর পঞ্চায়েত টিলা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বোধজং নগর থানার পুলিশ। সাথে এক মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রশান্ত কুমার দে।

ওসি জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা হবে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, এলাকায় মাদকচক্র রুখতে পুলিশের পক্ষ থেকে লাগাতার নজরদারি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এমন অভিযান জারি থাকবে।