আবারও বিতর্কে ধর্মনগর বয়েজ ক্লাব, ব্যবসায়ীর ওপর মারধর, চাঁদার অভিযোগে তোলপাড় শহর

ধর্মনগর, ১৩ অক্টোবর: প্রতিবারের মতো এবারও বিতর্কে জড়ালো ধর্মনগর বয়েজ ক্লাবের নাম। কালীপূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ফের সরগরম ধর্মনগর।

আজ সকাল আনুমানিক ৯টার সময় ধর্মনগর ট্রেজারি অফিসের সামনে কুমারঘাটের ব্যবসায়ী তপন দেবকে কিছু বয়েজ ক্লাব সদস্য ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। পরে তাকে ক্লাবে নিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। যদিও পরে ফোনটি ফেরত দেওয়া হয়, তবে তাকে হুমকি দেওয়া হয় যে নির্দিষ্ট টাকা না দিলে বাড়ি ফিরতে পারবে না।

তপন দেব জানান, তিনি পুরো ঘটনার বিষয়ে কুমারঘাটের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক শ্রী ভগবান দাসকে অবহিত করেছেন। এখন বিধায়ক কী পদক্ষেপ নেন, তাই দেখার বিষয়।

উল্লেখ্য, ধর্মনগর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বয়েজ ক্লাবটি আরক্ষা দপ্তর ও উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে। তবুও প্রতিবছরই এই ক্লাবের সদস্যদের বিরুদ্ধে জোরজবরদস্তি করে চাঁদা আদায় ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠে আসে। সবকিছু জেনেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে শহরবাসীর মধ্যে উঠেছে একাধিক প্রশ্নচিহ্ন।