নয়াদিল্লি, ১৩ অক্টোবর: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই বৈঠকের সময়ে এক্সটার্নালি এইডেড প্রজেক্টগুলির (ইএপিএস) সিলিং লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নগরোন্নয়ন দপ্তর, পর্যটন দপ্তর এবং আগরতলা পুর নিগমের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে চলমানন সিলিং বিধিনিষেধের কারণে অগ্রগতির অপেক্ষায় রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেন।
এর পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের বিষয়ে বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

