দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস, তেলেঙ্গানা স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা

হায়দরাবাদ, ৯ অক্টোবর: আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণ উপদ্বীপীয় ভারতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সংস্থার মতে, আগামী ২ থেকে ৩ দিন তামিলনাড়ু, কেরল, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও রায়লসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লক্ষ্যদ্বীপ ও উপকূলবর্তী কর্ণাটকে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

এদিকে, দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলেও বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী কয়েক দিন ধরে।

তেলেঙ্গানা রাজ্য সরকার ইতিমধ্যে নাগরিকদের উদ্দেশ্যে এক স্বাস্থ্য পরামর্শ জারি করেছে। বৃষ্টির কারণে রাজ্যে তাপমাত্রা হ্রাস, উচ্চ আর্দ্রতা এবং ঋতুকালীন অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পরিচালক জানিয়েছেন, এই সময়ে মশাবাহিত, জলবাহিত ও বায়ুবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে জানালা ও দরজায় জাল বসানো, মশানাশক ব্যবহার, বিছানায় মশারি ব্যবহার এবং বাড়ির চারপাশে জমে থাকা পানি সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি শুক্রবার ‘ড্রাই ডে’ হিসেবে পালন করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জমা জল অপসারণ করে মশার বংশবৃদ্ধি রোখা যায়।

জলবাহিত রোগ যেমন জন্ডিস ও টাইফয়েড প্রতিরোধে ফুটানো বা ফিল্টার করা পানি পান করতে, খাবারের আগে ও পরে ভালোভাবে হাত ধুতে এবং বাসি খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি বায়ুবাহিত রোগ, যেমন ভাইরাল ফিভার ও ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা পেতে অসুস্থ ব্যক্তির সঙ্গে হাত মেলানো এড়াতে, হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। কারও মধ্যে ফ্লু-জাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

হায়দরাবাদ আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রাজ্যে আগামী এক সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এজন্য সরকার ও স্বাস্থ্য বিভাগের তরফে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।