তেলিয়ামুড়ায় নিউ স্টার ক্লাবের বড় বাজেট কালীপূজা, ভূটানি বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ, রাজ্য-রাজ্যের বাইরের শিল্পীদের মেলবন্ধন

আগরতলা, ৯ অক্টোবর: বরাবর তেলিয়ামুড়াতে গোটা খোয়াই জেলার মধ্যে শ্যামা মায়ের আরাধনায় বিশেষ ছাপ রেখে চলেছে নিউ স্টার ক্লাব। বলতে দ্বিধা নেই, গোটা রাজ্যের মধ্যে যে কয়েকটা পূজা উদ্যোক্তারা কালী পূজাকে সামনে রেখে বিগ বাজেটের ব্যাবস্থাপনা সামনে রাখেন তার মধ্যে অন্যতম হচ্ছে তেলিয়ামুড়ার নিউ স্টার ক্লাব।

এবছর চৌদ্দ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে ভূটানের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা সহ বহিঃ রাজ্যের শিল্পী দ্বারা আলোক মালায় গোটা এলাকাকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে ক্লাবের। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের পূজো প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করলেন।

এই পর্বে ক্লাবের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে দীপাবলীর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশা প্রকাশ করা হয়েছে এবছরও সকলের সহযোগিতায় তাদের এই পূজা আয়োজন সার্বিক সাফল্য মন্ডিত হবে।

পাশাপাশি নিউ স্টার ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় এবং বহিঃ রাজ্যের শিল্পীদের মেলবন্ধনে এবারের গোটা আয়োজন সাজিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও নিউস্টার ক্লাব শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে তেলিয়ামুড়া সহ গোটা জেলার মধ্যে যে আলোড়ন তৈরি করতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট।