কাশী বিশ্বনাথ ধাম করিডোরে অর্থনীতির নবজাগরণ, ১.২৫ লক্ষ কোটি টাকার প্রবাহে লাভবান উত্তরপ্রদেশ

বারাণসী, ৯ অক্টোবর: কাশী বিশ্বনাথ ধাম করিডোর উদ্বোধনের পর উত্তরপ্রদেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ডিসেম্বর মাসে এই করিডোরের উদ্বোধন করেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ২৫.২৮ কোটি ভক্ত ‘বাবা বিশ্বনাথ’-এর দর্শনে এসেছেন, যার ফলে রাজ্যের অর্থনীতিতে আনুমানিক ১.২৫ লক্ষ কোটি টাকা প্রবেশ করেছে।

শ্রী কাশি বিশ্বনাথ মন্দিরের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বভূষণ মিশ্র জানান, দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আগত ভক্ত-পর্যটকদের অব্যাহত আগমনের ফলে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, মাঝি, পুরোহিত, পথবিক্রেতা ও হোটেল ব্যবসার ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক রাজনাথ বলেন, ‘‘কাশী বিশ্বনাথ ধামে আগত প্রতিটি পর্যটক গড়ে প্রায় ৫ হাজার টাকা খরচ করেন। এমনকি রক্ষণশীল হিসাবেও ৪ থেকে ৫ হাজার টাকা ধরলে, গত সাড়ে তিন বছরে রাজ্যের অর্থনীতিতে ১.২৫ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রবাহিত হয়েছে।’’

বিশেষ তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ ভক্ত দক্ষিণ ভারত থেকে আসেন, এবং প্রায় ১৫ শতাংশ ভারতের অন্যান্য রাজ্য ও জেলাগুলোর। কেবল কাশী নয়, দর্শনার্থীরা সাধারণত বিন্দ্যবাসিনী ধাম, তীর্থরাজ প্রয়াগ, অযোধ্যা, মথুরা, নিমিষারণ্য ইত্যাদি তীর্থেও ভ্রমণ করেন। ফলে অর্থনৈতিকভাবে রাজ্যের বহু অঞ্চল উপকৃত হচ্ছে এবং এর মাধ্যমে রাজ্যের মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতেও প্রভাব পড়ছে।

এই করিডোর আজ শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং উত্তরপ্রদেশের অর্থনৈতিক উন্নয়নের এক অন্যতম মডেল হয়ে উঠেছে।