জলপাইগুড়ি, ৯ অক্টোবর: জলপাইগুড়ির বন্যা-কবলিত নাগরাকাটা এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনার দুই দিন পর বুধবার একজনকে নাগরাকাটা এবং অপরজনকে জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইকরামুল হক ও গোবিন্দ শর্মা, পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আরও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে, এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে নজরে রাখা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার বন্যা-ত্রাণের কাজ চলাকালীন নাগরাকাটা এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর পাথর ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের একটি দল আচমকা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স-এ লিখেছেন, “তৃণমূলের জঙ্গল রাজ চলছে বাংলায়! মালদা উত্তরের দুইবারের সাংসদ ও শ্রদ্ধেয় আদিবাসী নেতা খগেন মুর্মুর উপর তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে যখন তিনি ত্রাণ ও উদ্ধার কাজে যাচ্ছিলেন।”
ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও নিন্দা জানান, একে “চূড়ান্ত নিন্দনীয়” এবং “রাজ্যের আইনশৃঙ্খলার করুণ অবস্থা”-র প্রতিফলন বলে মন্তব্য করেন।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মুখ্যমন্ত্রী হাসপাতালে কিছু সময় কাটিয়ে খগেন মুর্মুর স্ত্রী ও পুত্রের সঙ্গে কথা বলেন এবং পরে চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক পরিস্থিতি ও ওষুধ সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।
এই হামলার পর রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, শাসক ও বিরোধী দল একে অপরকে দায়ী করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত দ্রুতগতিতে চলছে এবং সমস্ত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

