রাতের আঁধারে দুঃসাহসিক চুরি বিদ্যালয়ে, চাঞ্চল্য

আগরতলা, ৯ অক্টোবর: গতকাল রাতে ফের একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক জানিয়েছেন, চোরেরা বিদ্যালয়ের প্রবেশদ্বার ভেঙে অফিস রুমে প্রবেশ করে। এরপর তারা একটি কম্পিউটার সেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।

স্কুল কর্তৃপক্ষের দাবি, চোরেরা স্কুলের প্রধান অফিস কক্ষ ও ল্যাবরেটরিতে ঢুকে মূল্যবান সরঞ্জাম, কম্পিউটার, নথিপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার পর সকালে স্কুলে এসে শিক্ষক ও কর্মচারীরা চুরির বিষয়টি প্রথম টের পান।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, আগে থেকে পরিকল্পনা করেই এই চুরি সংঘটিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই চুরির ঘটনায় স্কুলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আনুমানিক ৫ লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে।