আগরতলা, ৯ অক্টোবর: সম্প্রতি সংঘটিত চুরির ঘটনার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ১১টি মোবাইল, নগদ অর্থ এবং একটি স্কুটার সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পশ্চিম আগরতলা থানার ওসি সাংবাদিক সম্মেলনে বলেন, কয়েকদিন আগে ভাটি অভয়নগরস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর বাড়ির ভিতরে ঢুকে মোবাইল এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই বাড়িট মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ প্রশাসন। পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি সূত্র ধরে এগোতে থাকে। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া প্রায় ১১টি দামি মোবাইল ফোন এবং প্রায় ৫ হাজার টাকার নগদ অর্থ সহ একটি স্কুটার উদ্ধার করে। তারা ওই স্কুটারটি ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি করত। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

