ভারী বৃষ্টিপাতে আগরতলা শহর জলমগ্ন

আগরতলা, ৮ অক্টোবর: টানা ভারী বর্ষণে আগরতলা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির ফলে শহরের রাস্তাঘাট, বাজার এলাকা, এবং নিচু অঞ্চলগুলো জলমগ্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ সকালের বৃষ্টির জেরে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষদের জন্য পরিস্থিতি হয়েছে অত্যন্ত ভোগান্তির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।