৬৯ কেজি ইয়াবা ট্যাবলেট সহ চারজন গ্রেফতার

আগরতলা, ৬ অক্টোবর: ৭২ ঘণ্টা জুড়ে একাধিক রাজ্যে গোপন গোয়েন্দা নজরদারির পর আগরতলায় বিশাল মাদক চালান আটক করতে সক্ষম হল শুল্ক দফতরের আধিকারিকরা। আগরতলার কাস্টমস বিভাগের উদ্যোগে রবিবার দুইটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৬,৯০,০০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন প্রায় ৬৯ কেজি।

শুল্ক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষিদ্ধ ট্যাবলেট গুলি একটি ট্রাকে সিমেন্ট বোঝাই করে ঢেকে রাখা হয়েছিল, যা ছিল চালানটির কভার কার্গো। অত্যন্ত চতুর কৌশলে লুকানো এই মাদকের মূল্য আনুমানিক ৬৯ কোটি টাকা।

ওই অভিযানের সময় চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই চক্রটি আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।