নরেন্দ্র মোদীর হাতে যুবকেন্দ্রিক একাধিক প্রকল্পের সূচনা আজ

নয়াদিল্লি, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার সকাল ১১টায় রাজধানী দিল্লি থেকে ৬২ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে গড়ে ওঠা একাধিক যুবকেন্দ্রিক উদ্যোগের উদ্বোধন করবেন। যুবসমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী দেশের এক হাজার সরকারি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের জন্য ‘পিএম-সেতু’ প্রকল্পের সূচনা করবেন।

প্রধানমন্ত্রী আজ বিহারের পুনর্গঠিত ‘মুখ्यमंत्री নिश्चয় স্বয়ংসাহায্য ভাতা প্রকল্প’-এরও উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে প্রায় পাঁচ লক্ষ স্নাতক যুবক-যুবতীকে দু’বছর ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী বিহারে শিল্পমুখী পাঠ্যক্রম ও পেশাগত শিক্ষাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ‘জন নায়ক কর্পুরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটি’-র উদ্বোধন করবেন। তিনি রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষা ও গবেষণা সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিহটা-তে এনআইটি পাটনার নতুন ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন আরও উদ্বোধন করবেন ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০ নবোদয় বিদ্যালয় এবং ২০০ একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে স্থাপিত ১,২০০ পেশাগত দক্ষতা পরীক্ষাগার। এই পরীক্ষাগারগুলি তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, কৃষি, ইলেকট্রনিক্স, লজিস্টিকস এবং পর্যটন সহ ১২টি উচ্চ চাহিদাসম্পন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবে। বিশেষত দূরবর্তী ও আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীরাও এর সুবিধা পাবেন।

জাতীয় শিক্ষা নীতি ২০২০ এবং সিবিএসই পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের আওতায় ১,২০০ পেশাগত শিক্ষককে প্রশিক্ষিত করা হবে, যাতে শিল্পমুখী শিক্ষা প্রদান ও কর্মসংস্থানের জন্য প্রাথমিক ভিত্তি গড়ে তোলা যায়।
______