রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী

আগরতলা, ৪ অক্টোবর: বাধারঘাট বিধানসভার বেলাবর পঞ্চায়েতের বাসিন্দা রতন সরকারের পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। দূর্গোৎসবের মরসুম শেষ হতে না হতেই দুর্বৃত্তদের ঘৃণ্য রাজনীতির শিকার হলেন বাধারঘাট বিধানসভার বিরোধী রাজনৈতিক দলের সমর্থক রতন সরকার।

জানা গেছে, বেলাবর পঞ্চায়েতের বাসিন্দা রতন সরকার ২০১৮ পর থেকেই রাজনৈতিক রক্তচক্ষুর শিকার হচ্ছেন বলে অভিযোগ। গতকাল রাত্রি বেলা দুর্বৃত্তরা রতন সরকারের লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। এর আগেও রতন সরকারের ৭ টি লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে। রতন সরকারের অপরাধ উনি বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের খোঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন।