নয়া দিল্লি, ৩ অক্টোবর : কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েল শুক্রবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-কে সাক্ষাৎ করেন। এই আলোচনায় দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি প্রতিোক্ত হয়েছে।
মন্ত্রী গোয়েল তাঁর এক্স (আগে টুইটার) প্রোফাইলে লেখেন, “আলোচনায় আমরা পুনর্ব্যক্ত করেছি যে, আমাদের সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করতে হবে — ইতিমধ্যে গড়ে ওঠা শক্তিশালী গতিপ্রবাহ ও ভবিষ্যতের প্রবল সম্ভাবনার ওপর ভিত্তি করে।”
ওং প্রতিক্রিয়ায় বলেন, “আমরা শিল্প পার্ক বিকাশ থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেছি।”
মন্ত্রী গোয়েল সিঙ্গাপুর এয়ারলাইনস ইঞ্জিনিয়ারিং কোম্পানির সিইও চিন ইয়াউ সেং- এর সঙ্গেও বৈঠক করেন। আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও সিঙ্গাপুরের মধ্যকার বিমানসংক্রান্ত মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহল খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা।
তিনি আরও জানান, “আমরা উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগের নতুন পথ অন্বেষণ করেছি, যা ভারতের প্রতিক্রিয়াশীল এ্যারোস্পেস ইকোসিস্টেম এবং বিশ্বব্যাপী সংযোগকে আরও সমৃদ্ধ করবে।
এছাড়া মন্ত্রী গোয়েল লি চি কুন, ক্যাপিটাল্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ সিইও এবং মনোহর খিয়াতনী, সিনিয়র নির্বাহী পরিচালক সাক্ষাৎ করেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল বিশেষত লজিস্টিকস, গুদামায়ন ও ডেটা সেন্টার অন্তর্ভুক্ত রেখে ভারতীয় শহরতলির উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণ।
গোয়েল তাঁর একটি পোস্টে উল্লেখ করেছেন: “আমরা ভারতের প্রবৃদ্ধি গল্প এগিয়ে নেওয়ার জন্য কৌশলগত সহযোগিতা চালানোর নতুন সুযোগও অন্বেষণ করেছি।
।।।।

