নয়াদিল্লি, ১ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা জাতীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরএসএস-এর জাতি গঠনে অবদানের স্মরণে একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করবেন। পাশাপাশি তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে ভাষণ দেবেন।
ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবার মানসিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। দেশপ্রেম ও জাতীয় চরিত্র গঠনের মাধ্যমে ভারতের সার্বিক উন্নয়নই এ সংগঠনের মূল উদ্দেশ্য।
গত ১০০ বছরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানের মতো ক্ষেত্রে আরএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্যা, ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়ের সময় সংঘের স্বয়ংসেবকরা সক্রিয়ভাবে ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নেন। তাদের সহযোগী সংগঠনগুলো যুবক, নারী ও কৃষকদের ক্ষমতায়ন, সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করতে কাজ করে চলেছে।
বিদেশি শাসনের বিরুদ্ধে জনআন্দোলনের প্রেক্ষাপটে আরএসএস-এর উদ্ভব হয়েছিল। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে সংগঠনটি জাতীয় চেতনাকে দৃঢ় করেছে। শতবর্ষ উদযাপন কেবল সংগঠনের ঐতিহাসিক সাফল্যের স্মারক নয়, বরং ভারতের সাংস্কৃতিক যাত্রা ও জাতীয় ঐক্যকে শক্তিশালী করার ক্ষেত্রেও তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
এই অনুষ্ঠান থেকে গোটা দেশে ঐক্য, দেশপ্রেম ও সেবার বার্তা আরও সুদৃঢ়ভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

